অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পা রেখেছে লিভারপুল। গতকাল শুক্রবার রাতের ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে মোহাম্মদ সালাহরা।
করোনার কারণে ম্যাচটি নিয়ে ছিল সংশয়। কারণ একদিন আগেই করোনা পরীক্ষায় ভিলার প্রধান কোচসহ মূল দলের প্রায় সবাই করোনা পজিটিভ হন। ফলে বাধ্য হয়ে বয়সভিত্তিক দল মাঠে নামায় ভিলা। লিভারপুলের বিপক্ষে ম্যাচে ভিলার মূল একাদশের ৭ খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ এবং বাকি ৪ জনকে নেওয়া হয় অনূর্ধ্ব-১৮ দল থেকে নেওয়া হয়।
ম্যাচের চতুর্থ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪১তম মিনিটে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান লুই ব্যারি।
বিরতির পর ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে লিভারপুল। ৬০তম মিনিটে অলরেডদের আবারও এগিয়ে দেন জর্জিনিও উইনালদাম। আর ম্যাচের ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। এর তিন মিনিট পরই গোল করেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
ekushe-news24 health– জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘর থেকে বের হবার সময় অবশ্যই মাস্ক পরুন। রাস্তায় মাস্ক ছাড়া বের হলেই জরিমানা।
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪