আজ মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কভিড-১৯ পরিস্থিতিতে চার আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমাণ্ডু ও কুয়েতের কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে।
এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চ থেকে এসব গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্য রুটও তখন বন্ধ করা হয়। কিন্তু অন্য রুট চালু হলেও এই চার রুটে ফ্লাইট পরিচালনা এখনো বন্ধ রয়েছে।
ekushe-news24 health– জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘর থেকে বের হবার সময় অবশ্যই মাস্ক পরুন। রাস্তায় মাস্ক ছাড়া বের হলেই জরিমানা।
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪