ঘুম থেকে উঠে হঠাৎই দেখলেন নাক থেকে রক্ত বেরচ্ছে। কখনও বা হাঁচির দাপটে বেরিয়ে আসছে দলা দলা রক্ত। এমন সমস্যায় কমবেশি অনেকেই পড়েন। আর রক্ত দেখেই অজানা আতঙ্ক ও নানা মিথের শিকার হন অনেকেই। নাক থেকে রক্ত বেরনোর সমস্যার সঙ্গে লড়তে গেলে আগে সে সব মিথ থেকে মুক্ত হোন।
অনেকেই মনে করেন শরীর গরম হলে রক্ত বেরয় নাক দিয়ে। তাই ঠান্ডা পানিতে গোসল শুরু করেন। এমনকি, শীতেও ঠান্ডা পানিতে গোসলের চেষ্টা করেন। চিকিৎসকদের মতে, এমন কোনও বিষয়ের সঙ্গে যুক্ত নয় এই সমস্যা। “শরীর গরম হওয়াকে দায়ী করা একটি মিথ।
আসলে নাকের ভিতরের আর্দ্রতা কমে যাওয়ায় নাকে অস্বস্তি হয়। তখন কিছু দিয়ে খোঁচালে ভিতরের ত্বক ফেটে গিয়ে রক্ত বেরয়। এ ছাড়া রক্ত বেরয় উচ্চ রক্ত চাপের কারণেও। কোনও ওষুধের কারণও এর নেপথ্যে থাকতেই পারে। নাকের ভিতরে টিউমার বা পলিপ থাকলেও এমনটা হয়।’’ জেনে নেই কি করে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়
এই সমস্যায় পড়লে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় রক্ত বন্ধ করাই প্রথম লক্ষ্য হওয়া উচিৎ। জানেন কি, এমতাবস্থায় সুস্থ হতে গেলে কী কী করা উচিৎ?
প্রিয় পাঠক, আপনিও দৈনিক একুশে নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- ekushe24news@gmail.com –এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
সবাই খুব ভালো থাকুন,সুস্থ ও নিরাপদ থাকুন। আর সবসময় আমাদের সাথেই থাকুন। কারন আপনাদেরকে নিয়ে আমরা যেতে চাই আরও বহুদুর!! ধন্যবাদ।
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪