সাভারে পেশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার গভীর রাত ও আজ শুক্রবার সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-সাভার পৌরসভার আনন্দপুর মহল্লার বি-২২ নম্বর বাড়ির মালিক মৃত আব্দুল আলিমের ছেলে মো. রুবেল আহম্মেদ (৩৫) , তার বাড়ির কেয়ারটেকার মো. ফিরোজ তালুকদার (৪০), প্রতিবেশী ফ্লাটের ভাড়াটিয়া মো. সুমন হোসেন (৩২) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২২)। আজ শুক্রবার দুপুরে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে ও আজ সকালে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী শ্রমিক দীর্ঘ পাঁচ মাস ধরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. রুবেল আহম্মেদের মালিকানাধীন ফ্লাট বাসায় বসবাস করে আসছেন। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত অজ্ঞাত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে অজ্ঞাত ওই ব্যক্তিদ্বয় বাড়ির মালিক রুবেল আহম্মেদ ও কেয়ারটেকার ফিরোজ তালুকদারের সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে ওই নারীর নিজ ভাড়া কক্ষেই তাকে ধর্ষণ করে।
ekushe-news24 “নারী নির্যাতনে” সচেতনতা-নারী আপনার বোন-মা আথবা সন্তান তাকে নিজে সম্মান করুণ অন্যকে সম্মান করতে অভ্যাস্থ করুণ। কোথাও নারী নির্যাতন হতে দেখলে প্রতীবাদ করুণ। আথবা পুলিশের সহায়তা নিন। নিজেদের পরিবারকে আগে নারীকে সম্মান করতে শিক্ষা দিন।
যেসব নারীরা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য-ছবি-ভিডিও প্রকাশ, সাইবার জগতে যৌন হয়রানি ইত্যাদির শিকার হবেন তারা এখানে অভিযোগ জানাতে পারবেন। সম্পূর্ণ নিরাপত্তার বজায় রেখে এবং ভুক্তভোগীর তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা দেবে পুলিশ সদর দপ্তর।
যেভাবে যোগাযোগ করা যাবে- ফেসবুক পেজ: Police Cyber Support for Women PCSW
ইমেইল:[email protected]
হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪