আজ বৃহস্পতিবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনার মাঝনদীতে ‘কলমীলতা’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালবাহী অন্তত ১০টি ট্রাক পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরিঘাটের ব্যবস্থাপক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কলমিলতা নামের ফেরিটি ১৬টি গাড়ি নিয়ে ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী গাড়িতে আগুন লেগে যায়। আগুন পাশের গাড়িতে ছড়িয়ে পড়ে।
বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ খান জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফেরিতে ১৬টি মালবাহী ট্রাক ছিল তার ভিতরে ১০টি মালবাহী গাড়ি পুড়ে যায়। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করে আছে।
ekushe-news24 health– জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘর থেকে বের হবার সময় অবশ্যই মাস্ক পরুন। রাস্তায় মাস্ক ছাড়া বের হলেই জরিমানা।
যেভাবে নিবন্ধন– করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪