আজ মঙ্গলবার সকাল দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দোলযাত্রা উপলক্ষে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি। আজ পবিত্র শবেবরাত উপলক্ষে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
দুই দিন বন্ধের পর আগামীকাল বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি যথারীতি চলবে বলে জানান ওই কর্মকর্তা।
ekushe-news24 health– জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘর থেকে বের হবার সময় অবশ্যই মাস্ক পরুন। রাস্তায় মাস্ক ছাড়া বের হলেই জরিমানা।
যেভাবে নিবন্ধন– করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।
© ২০১৮-২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | একুশেনিউজ২৪